নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান লায়লা কানিজ লাকির রিমান্ড শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি ধার্য করেছেন আদালত। রবিবার রিমান্ড শুনানির জন্য এ দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত।গত ১৫ জানুয়ারি তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ইসমাইল। দুদকের পক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে লাকির জামিন নামঞ্জুর রিমান্ড বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন বিচারক। তবে, আসামিকে আদালতে হাজির না করায় তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন আদালত।