News71.com
 Bangladesh
 19 Jan 25, 06:40 PM
 50           
 0
 19 Jan 25, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দিয়ে ভারতের ট্রানজিট বন্ধের পথে॥

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দিয়ে ভারতের ট্রানজিট বন্ধের পথে॥

 

নিউজ ডেস্কঃ আশুগঞ্জ দিয়ে ভারতের মালামাল পরিবহনের ট্রানজিট প্রায় বন্ধের পথে। গত ছয় মাসে এই পথে কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যায়নি। এমনকি সিলেটের জকিগঞ্জ দিয়েও ট্রানজিটের মালামাল ভারতের করিমগঞ্জ যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র। জানা যায়, বিশেষ করে ত্রিপুরায় পণ্য নিতে কলকাতা-আশুগঞ্জ (নৌপথ), আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা (সড়কপথ)—এই পথেই বেশি আগ্রহ ছিল ভারতের। তবে কেন গত ছয় মাসে এ দুই পথে ট্রানজিটের মালামাল যায়নি, সে বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ বন্দরে বিশ্বব্যাংকের অর্থায়নে নতুন জেটি নির্মাণের কাজ চলছে। ভারী মালামাল ওঠানামার সুযোগ নেই বললেই চলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন