নিউজ ডেস্কঃ নিজ সন্তানের ফলাফল নিয়ে জালিয়াতির অভিযোগ প্রমাণ হওয়ার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে মামলা করেছে বোর্ড কর্তৃপক্ষ। একই মামলায় শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও নারায়ণের ছেলেসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন আজাদ নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেছেন। তবে রহস্যজনক কারণে ফল প্রকাশের সময় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। মামলার আসামিরা হলেন- অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও তার ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। জানা গেছে, নারায়ণ চন্দ্র নাথ ২০২২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করাকালে তার ছেলে নক্ষত্র দেবনাথ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফল ঘোষণার পর অভিযোগ ওঠে, নারায়ণ চন্দ্র নাথ তার ছেলেকে জালিয়াতির মাধ্যমে জিপিএ-৫ পাইয়ে দিয়েছেন।