নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ দিয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। এরই অংশ হিসেবে দুই দেশের মধ্যে সরাসরি নৌ-যোগাযোগ শুরু হয়েছে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ প্রশংসনীয়। তবে পাকিস্তান থেকে আমদানি বাড়ানোর কথা চিন্তা না করে বাংলাদেশ থেকেও কিভাবে রপ্তানি বাড়ানো যায় সেই লক্ষ্যেও কাজ করা প্রয়োজন। বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের মতবিনিময় সভায় সৈয়দ আহমেদ মারুফ এসব কথা বলেন।