News71.com
 Bangladesh
 31 Jan 25, 11:52 AM
 72           
 0
 31 Jan 25, 11:52 AM

পবিত্র আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু॥

পবিত্র আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমা শুরু॥

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। উর্দুতে দেওয়া তার বয়ান বাংলায় অনুবাদ করে শোনান বাংলাদেশের আলেম মাওলানা নুরুর রহমান। শুক্রবার সকালে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিব উল্ল্যাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন মাওলানা জামাল সাহেব (ভারত)। শিক্ষকদের উদ্দেশ্যে মিম্বরে সকাল ১০টায় বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান (আলিগড়)। খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ। পবিত্র জুমার নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। বাদ জুমা বয়ান করবেন জর্ডান এর শেখ উমর খাতিব। আসরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন