নিউজ ডেস্কঃ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকার পরও যারা দীর্ঘদিন ধরে রিটার্ন দাখিল করছেন না, তারা শিগগির নোটিশ পাবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।আজ রবিবার রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘পলিসি কনক্লেভ’ এ তিনি এ সব কথা বলেন। ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’ শিরোনামে এ পলিসি কনক্লেভ অনুষ্ঠিত হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যারা রিটার্ন দাখিল করছেন না, তাদের কোনো সমস্যায়ও পড়তে হচ্ছে না। তাই আমরা এ বিষয়ে এনফোর্সমেন্টে যাচ্ছি।’ এ সময় সেবা নিয়ে ভ্যাট দিয়ে নিজেই ভ্যাট চালান না পাওয়ার অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘অনেক ব্যবসায়ীই ভ্যাট চালান দিতে চান না। আমাদের নাগরিকরা বিদেশে গিয়ে আইন ভঙ্গ করছেন না। কিন্তু, দেশে আমরা আইন মানি না। তার মানে, এ সমস্যার সমাধান করতে আইনের প্রয়োগ করা হয় না, এটাই সমস্যা।’