News71.com
 Bangladesh
 02 Feb 25, 07:13 PM
 67           
 0
 02 Feb 25, 07:13 PM

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়লো ১৯ টাকা॥

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়লো ১৯ টাকা॥

 


নিউজ ডেস্কঃ দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে দাম বাড়ানোর নতুন ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ফেব্রুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪৫৯ টাকা। এলপিজি গ্যাসের নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলন থেকে এ কথা জানানো হয়।বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে। অন্যদিকে অটোগ্যাস লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন