News71.com
 Bangladesh
 02 Feb 25, 07:14 PM
 12           
 0
 02 Feb 25, 07:14 PM

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক॥ ছোটাছুটিতে আহত শতাধিক

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক॥ ছোটাছুটিতে আহত শতাধিক

 


নিউজ ডেস্কঃ তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।তবে আজ রবিবার ড্রোনের বাতাস ও শব্দে মোনাজাতের শেষ দিকে হঠাৎ মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এই ছোটাছুটিতে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। জানা যায়, রবিবার শুরায়ে নেজামের আখেরি মোনাজাত চলাকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতরা। প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, তারা মোনাজাতে মগ্ন ছিলেন। সে সময় হঠাৎ প্রচণ্ড বাতাস আসে। পরে একটি ড্রোন মাটিতে পড়ে যায়। এই আতঙ্কে তারা ছুটাছুটি করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন মুসল্লি পড়ে গিয়ে আহত হন।আহত এক মুসল্লি বলেন, ‘আমার সামনে হঠাৎ ড্রোন পড়ে গিয়ে বাঁশের সঙ্গে লেগে শব্দ হয়। এতে আতঙ্ক দেখা দিলে মুসল্লিরা দৌড়াদৌড়ি শুরু করেন। আমিসহ অনেক মুসল্লি আহত হয়েছেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন