নিউজ ডেস্কঃ চলতি বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া উচিত হবে না। যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের একটি কমান্ড সেন্টার বা সদরদপ্তর স্থাপন করতে হবে, যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে। তিনি আরও বলেন, নতুন কমান্ড স্ট্রাকচার দেশের সব সংস্থা, থানা ও সব আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে দক্ষতার সঙ্গে ও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করবে।