News71.com
 Bangladesh
 05 Feb 25, 10:45 AM
 3           
 0
 05 Feb 25, 10:45 AM

মধ‍্যরাতে হাজারীবাগে রাবার গোডাউনে আগুন॥

মধ‍্যরাতে হাজারীবাগে রাবার গোডাউনে আগুন॥

 

নিউজ ডেস্কঃ রাজধানীর হাজারীবাগে একটি রাবারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।শাহজাহান হোসেন বলেন, হাজারীবাগে একটি রাবারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। তিনি বলেন, আমরা রাত ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। এরপর দ্রুত সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন