নিউজ ডেস্ক: আগামী বছর গাজীপুরের টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেয়েছেন তাবলিগ জামাত বাংলাদেশ তথা মাওলানা সাদের অনুসারীরা। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজীপুরের টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগ কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪-১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ সাহেবের অনুসারী) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। পরবর্তীতে আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ি নেজামের নিকট হস্তান্তর করা হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, আগামী শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।