News71.com
 Bangladesh
 19 Feb 16, 11:26 AM
 908           
 0
 19 Feb 16, 11:26 AM

গাবতলীতে বাসের ধাক্কায় হেলপার নিহত ।।

গাবতলীতে বাসের ধাক্কায় হেলপার নিহত ।।

নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় বাসের ধাক্কায় মো. মোস্তফা (৪৬) নামের এক সহকারী মারা গেছে। আজ শুক্রবার ভোররাত চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । নিহত মোস্তফা 'হিমাচল পরিবহনের' হেলপার। বাড়ি রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মোস্তফাকে হাসপাতালে নিয়ে যান পথচারী রবিউল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, দুই বাসের মধ্যে চাপা পড়ে মোস্তফা আহত হন। তাঁর পরনে লুঙ্গি ছিল। মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের পেছনে ও কোমরে আঘাতের চিহ্ন ছিল। মোস্তফার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন