News71.com
 Bangladesh
 07 Feb 25, 05:15 PM
 40           
 0
 07 Feb 25, 05:15 PM

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত॥

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত॥
নিউজ ডেস্কঃ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে। মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজেদের হেফাজতে নেয় ডিবি। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এর পরে, রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সূত্রে জানায়, অভিনেত্রী শাওন ও সাবা দুজনেই নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন