News71.com
 Bangladesh
 07 Feb 25, 05:15 PM
 44           
 0
 07 Feb 25, 05:15 PM

বিপথগামী পাহাড়িদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের॥

বিপথগামী পাহাড়িদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান উপদেষ্টা সাখাওয়াতের॥

 

নিউজ ডেস্কঃ পার্বত্য এলাকায় যারা পাহাড়ের গহীনে লুকিয়ে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে কোনো লাভ হয়নি, আগামীতেও হবে না। সবাই মিলে বসে সমস্যার মূল খুঁজে এর সমাধান করতে হবে। এই দেশ সবার, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে। বান্দরবানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সংবাদ শুনে আমি খুব দুঃখ পেয়েছি। এ সমস্যা সমাধানে যে সরকারই আসুক না কেন, সেই সঙ্গে স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে এ সমস্যা সমাধান করার আহ্বান জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন