News71.com
 Bangladesh
 16 Feb 25, 11:13 AM
 37           
 0
 16 Feb 25, 11:13 AM

শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন॥ থাকছেনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পর্ব

শুরু হচ্ছে তিন দিনের ডিসি সম্মেলন॥ থাকছেনা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ পর্ব

নিউজ ডেস্কঃ আজ রোববার থেকে তিন দিনব্যাপী জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। তবে রেওয়াজ থাকলেও এবারও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে জেলা প্রশাসকদের (ডিসি) সাক্ষাৎ হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, ‘সময় মেলাতে না পারায় এ বছর রাষ্ট্রপতির সঙ্গে কোনো অধিবেশন থাকছে না।’ এছাড়া সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখা হবে বলেও মন্তব্য করেন ড. আব্দুর রশীদ। শনিবার সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ড. শেখ আব্দুর রশীদ বলেন, রবিবার থেকে শুরু হচ্ছে এ বছরের ডিসি সম্মেলন। এটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ সম্মেলন সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত বছরের মতো এবারও সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। সম্মেলনে চারটি বিশেষ ও ৩০টি কার্য অধিবেশন থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন