News71.com
 Bangladesh
 19 Feb 25, 11:19 AM
 22           
 0
 19 Feb 25, 11:19 AM

বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহে কারো প্রতিযোগিতার মুখে পড়ছে না চীন॥

বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহে কারো প্রতিযোগিতার মুখে পড়ছে না চীন॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে চীন অন্য কারো প্রতিযোগিতার মুখে পড়ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশের কাছে বিক্রি করা তাদের সমরাস্ত্র সেরা ও সাশ্রয়ী। চীন ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের ইয়াও ওয়েন এ কথা বলেন। বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত মাসে বেইজিং সফর করেছিলেন। ওই সফরের প্রেক্ষাপটে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে চীনা দূতাবাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন