News71.com
 Bangladesh
 20 Feb 25, 09:07 AM
 8           
 0
 20 Feb 25, 09:07 AM

১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করলো দক্ষিণ সিটি॥

১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করলো দক্ষিণ সিটি॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে করা ১০ প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসসিসির বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন চতুর্থ পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে পবিত্র রমজান মাসের পূর্বেই বিভিন্ন রাস্তায় সৃষ্ট পিটহোলসমূহ মেরামতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত সরকারে সাথে জড়িত ব্যক্তিবর্গের নামে নামকরণকৃত ১০টি প্রতিষ্ঠান/স্থাপনার নাম পরিবর্তন করে পূর্বের নাম বহাল এবং কয়েকটি স্থাপনা/প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন