News71.com
 Bangladesh
 20 Feb 25, 09:08 AM
 32           
 0
 20 Feb 25, 09:08 AM

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে মামলা॥

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৫শ জনের বিরুদ্ধে মামলা॥

 

নিউজ ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সন্ত্রাসী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার শিকার শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগরীর খানজাহান আলী থানায় এ মামলা দায়ের করেন। কু‌য়ে‌টের জনসং‌যোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গত মঙ্গলবার হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের সকল ধরনের সহযোগিতা ও যেকোনো অন্যায়ের বিচার করার প্রতিশ্রুতি প্রদান করেন। কোনোরূপ কালক্ষেপণ না করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ভাইস-চ্যান্সেলর দ্রুত সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া ছাত্রদের দাবি বাস্তবায়নের জন্য ভাইস-চ্যান্সেলর সকল ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সকল পরিচালক, প্রভোস্টগণদের নিয়ে বুধবার বিকে‌লে সভা আহবান করেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার আগেই বহিরাগত কিছু সন্ত্রাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলরসহ আরও কয়েকজন শিক্ষক স্বশরীরে সংঘর্ষ স্থানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বহিরাগত সন্ত্রাসীদের নিবৃত্তের চেষ্টা করেন। এসময়ে কয়েকজন শিক্ষক, ভাইস-চ্যান্সেলর, বহু শিক্ষার্থীসহ কর্মচারীও আহত হয়ে কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন