News71.com
 Bangladesh
 22 Feb 25, 09:46 AM
 16           
 0
 22 Feb 25, 09:46 AM

মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন॥নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন॥নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

 

নিউজ ডেস্কঃ রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকার পর কড়াইল বস্তি টিঅ্যান্ডটি মন্দির গেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, রাজধানীর কড়াইল বস্তির একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে তিনি আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি। রাত দেড়টা পর্যন্ত আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন