News71.com
 Bangladesh
 22 Feb 25, 10:31 PM
 11           
 0
 22 Feb 25, 10:31 PM

জলকামান-সাউন্ড গ্রেনেডে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করলো পুলিশ॥

জলকামান-সাউন্ড গ্রেনেডে আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করলো পুলিশ॥


নিউজ ডেস্কঃ চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ৩টার পর থেকে তারা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এর ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও সড়ক থেকে না সরলে বিকেল ৫টার দিকে তাদের লক্ষ্য করে জলকামান ছোড়ে ও লাঠিচার্জ করে। সরেজমিনে দেখা গেছে, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিল আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বার বার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এসময় দুই জন আহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন