News71.com
 Bangladesh
 09 Mar 25, 10:17 AM
 30           
 0
 09 Mar 25, 10:17 AM

বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র॥

বাংলাদেশে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।শনিবার (৭ মার্চ) মধ্যরাতে এ সতর্কতা জারি করা হয়। পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে। এর আগে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের উপর এই সতর্কতা জারি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন