News71.com
 Bangladesh
 09 Mar 25, 10:19 AM
 59           
 0
 09 Mar 25, 10:19 AM

যৌথবাহিনীর অভিযানে টাঙ্গাইলে দখলমুক্ত হলো সাবেক এমপির বাসা॥

যৌথবাহিনীর অভিযানে টাঙ্গাইলে দখলমুক্ত হলো সাবেক এমপির বাসা॥

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ী এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলায় আগের বাসায় নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন ‘পাগল’ নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন। স্থানীয়রা জানায়, এভাবে একজনের বাড়ি দখল করা কাম্য নয়। আমরা বিষয়টি থানা পুলিশকে অবগত করি। একই সঙ্গে আমরা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করছি। স্থানীয়দের অভিযোগ, সকাল থেকেই এসব পাগলদের খাবার দেওয়া হয়নি। তারা সারাদিন না খেয়েই দিনযাপন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন