নিউজ ডেস্কঃ দলমতনির্বিশেষে দেশের সব রাজনীতিকের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করতে পারি, কিন্তু এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে ভুলে যাই, তাহলে এই দেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আমাদের কারো সেটি চাওয়া নয়। আসুন আমরা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি, চিন্তা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা থাকবে। তবে যেন কোনোভাবেই জনগণের ইস্যুগুলোকে ভুলে না যাই। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না। এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। যা আমাদের কারো কাম্য নয়। সবাই ঐক্যবদ্ধভাবে বসে যেন জনগণের সমস্যা সমাধানে কাজ করতে পারি—আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।
অনুষ্ঠানে নিজের আট সংস্কার ভাবনা নিয়ে তারেক রহমান বলেন, ১. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে যন্ত্রণায় আছে এ দেশের মানুষ। আমরা কেন রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে ডিবেট করছি না যে, রায় আমার পক্ষে আসলে আমি কীভাবে এগুলো নিয়ে ডিল করব। কীভাবে এগুলো মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখব। উৎপাদন বাড়াব। আমি মনে করি, উৎপাদন ব্যবস্থা, বাজার ব্যবস্থা এগুলো নিয়ে প্রস্তাবনা থাকা উচিত। ডিবেট হওয়া উচিত। ২. আমাদের ২০ কোটি মানুষের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করব—সেই সংস্কার নিয়েও কথা বলা দরকার। ৩. আমরা যদি সঠিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে না পারি, তাহলে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া সম্ভব? তাই আমরা শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চাই—এটার একটা সংস্কার প্রস্তাব থাকতে হবে। ৪. উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। কীভাবে আমরা উৎপাদন বাড়াব সেই বিষয়ের সংস্কার নিয়ে আমাদের ভাবতে হবে। ৫. কীভাবে শিল্প গড়ে তোলা যায়। এটাও সংস্কার। শ্রমিকদের কীভাবে ন্যায্যতা নিশ্চিত করা যায়, সেটা নিয়েও ভাবতে হবে। ৬. পরিবেশ দূষণের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। কীভাবে আমরা দূষণ থেকে সবাইকে রক্ষা করতে পারি, কীভাবে দূষণ থেকে জাতিকে রক্ষা করতে পারি; সেটাও সংস্কারের বড় অংশ। ৭. আমরা কি সুপেয় পানি সরবরাহ করতে পারছি। কীভাবে আমরা এই ২০ কোটি মানুষের বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারি, সেটা কি সংস্কার প্রস্তাব নয়। ৮. জ্বালানির চাহিদা কীভাবে পূরণ করতে পারি তাও সংস্কারের অংশ বলে মনে করেন তারেক রহমান।