News71.com
 Bangladesh
 12 Mar 25, 11:34 AM
 10           
 0
 12 Mar 25, 11:34 AM

চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল॥

চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল॥

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আংশিকভাবে চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টা নাগাদ হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগীয় স্বাস্থ্যসেবা চালুকরণ সংক্রান্ত এক সমন্বয় সভায় এমন ঘোষণা দেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। আলোচনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক বলেন, ‘সব ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে যে কোন উপায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কুষ্টিয়ার কোন মানুষ যাতে স্বাস্থ্য এবং সেবা গ্রহণ করতে এসে কোন ধরণের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। তাই পর্যায়ক্রমে হাসপাতালটি পূর্ণাঙ্গ আকারে চালু করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন