News71.com
 Bangladesh
 13 Mar 25, 10:50 PM
 6           
 0
 13 Mar 25, 10:50 PM

ডিএমপির সাবেক ডিসি শহিদুল্লাহসহ তিন পুলিশ সুপার বরখাস্ত॥

ডিএমপির সাবেক ডিসি শহিদুল্লাহসহ তিন পুলিশ সুপার বরখাস্ত॥

 

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাকি দুই পুলিশ কর্মকর্তা হলেন- বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। এই তিন কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন।বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি তিনটি প্রজ্ঞাপনে সই করেন। একটি প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ওএসডি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে গত ৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করেন। এ কারণে মো. শহিদুল্লাহকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন