নিউজ ডেস্কঃ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ওপর জোর দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। বহস্পতিবার সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান আলী রীয়াজের কাছে জামায়াতে ইসলামীর মতামত জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। প্রস্তাব জমা দেওয়ার পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। আজ আমরা পাঁচটি বিষয়ের ওপর আমাদের মতামত তুলে ধরেছি।