News71.com
 Bangladesh
 20 Mar 25, 07:07 PM
 51           
 0
 20 Mar 25, 07:07 PM

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫দফা সুপারিশ জামায়াতের॥

সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫দফা সুপারিশ জামায়াতের॥

 

নিউজ ডেস্কঃ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ওপর জোর দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব নিয়ে মতামত দিয়েছে জামায়াতে ইসলামী। বহস্পতিবার সকালে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কো-চেয়ারম্যান আলী রীয়াজের কাছে জামায়াতে ইসলামীর মতামত জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ। প্রস্তাব জমা দেওয়ার পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করে আসছে। আজ আমরা পাঁচটি বিষয়ের ওপর আমাদের মতামত তুলে ধরেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন