News71.com
 Bangladesh
 21 Mar 25, 10:58 PM
 57           
 0
 21 Mar 25, 10:58 PM

এবারের ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন॥

এবারের ঈদযাত্রায় চলবে ১০টি বিশেষ ট্রেন॥

 

নিউজ ডেস্কঃ ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শেষ হয়েছে বৃহস্পতিবার (২০ মার্চ)। আগামী ২৪ মার্চ ঈদের অগ্রিম টিকেট কাটা যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করবে। একই দিন ট্রেন ও বাসের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু হবে। এই ঈদে ট্রেন ও বাসের টিকেট অনলাইনে কাটার সুযোগ থাকায় অসন্তোষ থাকলেও যাত্রীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। এবার প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। ঈদ যাত্রার টিকিট কেনার পর তা আর ফেরত নেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন