নিউজ ডেস্ক : ২০ দলীয় জোটের মহাসচিবদের নিয়ে বৈঠক ডেকেছেন জোটের সমন্বয়কারী ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গুরুত্বপূর্ন এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্তে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেও তারা দলগতভাবে নাকি জোটগত ভাবে নির্বাচন করবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।