News71.com
 Bangladesh
 10 Apr 25, 06:43 PM
 37           
 0
 10 Apr 25, 06:43 PM

প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি রাখা হয়েছে॥শিক্ষা উপদেষ্টা

প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি রাখা হয়েছে॥শিক্ষা উপদেষ্টা

 

 

 

নিউজ ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।প্রশ্নফাঁস প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন