News71.com
 Bangladesh
 14 Apr 25, 11:03 AM
 28           
 0
 14 Apr 25, 11:03 AM

চুক্তি স্বাক্ষরের এক দশক পর বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যান চলাচলের খসড়া চূড়ান্ত।।

চুক্তি স্বাক্ষরের এক দশক পর বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে যান চলাচলের খসড়া চূড়ান্ত।।

নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের জন্য একটি প্রটোকলের খসড়া চূড়ান্ত হয়েছে। এ প্রটোকলটি দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মোটরযান চুক্তির (এমভিএ) অংশ। প্রায় এক দশক আগে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রটোকলটি চূড়ান্ত করা হলো। খবর দ্য কাঠমাণ্ডু পোস্ট।নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিবিআইএনভুক্ত দেশগুলো আঞ্চলিক জ্বালানি নিরাপত্তার জন্য আন্তঃসংযুক্ত গ্রিড গড়ে তোলার কথাও ভাবছে। বিবিআইএন-এমভিএর লক্ষ্য হলো যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগে বাধা দূর করা। তবে বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে।২০১৫ সালের ১৫ জুন ভুটানের থিম্পুতে এ মোটরযান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়, এই চুক্তি যানবাহন চলাচল সহজ করবে। একই সঙ্গে পণ্য ও যাত্রী পরিবহনে সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন