News71.com
 Bangladesh
 16 Apr 25, 10:41 AM
 22           
 0
 16 Apr 25, 10:41 AM

পুলিশ সপ্তাহের বেশীরভাগ পর্ব কাটছাঁট॥থাকছে না প‍্যারেড- কল‍্যাণ সভা

পুলিশ সপ্তাহের বেশীরভাগ পর্ব কাটছাঁট॥থাকছে না প‍্যারেড- কল‍্যাণ সভা

নিউজ ডেস্ক: প্রতিবছর জানুয়ারিতে আড়ম্বরপূর্ণ আয়োজনে পুলিশ সপ্তাহ পালিত হলেও এবার হচ্ছে চলতি এপ্রিল মাসের শেষ দিকে। তিন দিনের এই কাটছাঁট আয়োজনে থাকছে না ঐতিহ্যবাহী প্যারেড, কল্যাণ সভা, রাষ্ট্রপতির সঙ্গে সম্মিলন। পুরো অনুষ্ঠান হবে ইনডোরে। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হবে কি না, সে সিদ্ধান্তও এখনো হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে হবে এবারের পুলিশ সপ্তাহ। উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রথম দিন বিশেষ দরবারে তিনি পুলিশ সদস্যদের রাষ্ট্রপতি ও পুলিশ পদক পরিয়ে দেবেন। এবার পদকপ্রাপ্ত সদস্যসংখ্যা কমেছে। বিভিন্ন কর্মসূচি কমানো হলেও এবার যুক্ত করা হয়েছে নাগরিকদের মতামত গ্রহণ পর্ব। কাটছাঁট আয়োজন নিয়ে পুলিশের অধিকাংশ সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন