নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি দিনের আলো ফোটার পর পুলিশের সঙ্গে যাবেন ঘোষণা দেওয়ায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ তাকে গাড়িতে করে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার আগে তিনি বলেন, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলায় যদি আমার শাস্তি হয়, তাহলে আমি তা মাথা পেত নেব। আমি তো কোনো অন্যায় করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি। যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না, প্রতিবাদ করতো না, তখন ত্বকী হত্যার প্রতিবাদসহ সব প্রতিবাদ আমি করেছি। আমি আপনাদের সেবা দিয়েছি।
তিনি বলেন, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন সরকার এসেছে। আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে- জানতে চাই সরকারের কাছে। আমার ভাইকে আমরা হারিয়েছি এক মাস হয়নি, তিনটা ছেলে মেয়ে। এমন অবস্থায় আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি, তবে কেন গ্রেপ্তার? উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভীর বিরুদ্ধে নারায়ণগন্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় চারটি ও ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে।