News71.com
 Bangladesh
 09 May 25, 10:52 AM
 12           
 0
 09 May 25, 10:52 AM

আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে রাতভর অবস্থানের পর এখনও চলছে যমুনার সামনে বিক্ষোভ॥

আওয়ামিলীগ নিষিদ্ধের দাবিতে রাতভর অবস্থানের পর এখনও চলছে যমুনার সামনে বিক্ষোভ॥

 

নিউজ ডেস্কঃ গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে। শুক্রবার সকালেও (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) তারা বিক্ষোভ করছেন। এতে ক্রমেই নতুন করে যোগ দিচ্ছেন অনেকেই। যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরাও। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার রাত একটার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় যমুনার আশপাশ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। কখনো স্লোগান ওঠে, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন