নিউজ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে দুই দফা শুনানি হয়। পরে বুধবার পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করে দেন।আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।
শুনানিতে রিটকারীপক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘ট্রাইব্যুনালে মামলার সময়ে ইশরাককে জয়ী ঘোষণা করতে হবে সেই মর্মে কোনো প্রতিকার চায়নি। একই সঙ্গে ইশরাক বেশি ভোট পেয়েছে, সেরকম কোনো কিছুই আবেদনে ছিল না। বরং আবেদনে ভোটের ফলাফলে ইশরাক কম ভোট প্রাপ্ত হয়েছে মর্মে উল্লেখ আছে।পরবর্তীতে ইশরাকের আবেদনে দুইবার সংশোধন করা হয়েছে। যা আইনসম্মত নয়। কারণ নির্বাচনী ট্রাইব্যুনালের মামলায় কোনো আবেদন ৩০দিন পর সংশোধন করা যায় না। এটি নিয়ে সুপ্রিম কোর্টের অনেক রায় রয়েছে।’