News71.com
 Bangladesh
 22 May 25, 10:09 AM
 32           
 0
 22 May 25, 10:09 AM

টিসিবি কার্ডধারীদের জন‍্য তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো॥  

টিসিবি কার্ডধারীদের জন‍্য তেলের দাম লিটারে ৩৫ টাকা বাড়ালো॥   

নিউজ ডেস্কঃ ঈদুল আযহার আগে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল, ডাল ও চিনির দাম। এক মাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়িয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। বৃহস্পতিবার থেকে সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন