News71.com
 Bangladesh
 27 May 25, 11:13 PM
 36           
 0
 27 May 25, 11:13 PM

সৌদিতে চাঁদ দেখা গেছে॥ঈদুল আজহা ৬ জুন  

সৌদিতে চাঁদ দেখা গেছে॥ঈদুল আজহা ৬ জুন   

নিউজ ডেস্কঃ সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে এই মাস শুরু হবে আগামীকাল বুধবার (২৮ মে)।ফলে ঈদুল আজহা উদযাপিত হবে ১০ জিলহজ বা ৬ জুন। সৌদির পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় কাল বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পড়ে। যারা হজ পালন করেন না তাদের অনেকে সেদিন রোজা রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন