আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সাথে চুক্তি সাক্ষরের একদিনের মাথায় বিদেশী শ্রমিক নেয়ার সিদ্ধান্ত স্থগিত করল মালয়েশিয়া সরকার। আজ শুক্রবার কিছুক্ষন আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।
জানাগেছে এই মূহুর্তে ঠিক কত শ্রমিকের কাজ করার সুয়োগ দেশটিতে আছে তার সঠিক সংখ্যা এখনও সরকারের কাছে নেই। দেশের শিল্প কারখানার জন্য ঠিক কি পরিমাণ জনশক্তি দরকার তা নিরূপণের আগে শ্রমিক না নেওয়ার এই ঘোষণা দেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার একদিন পরই এই ঘোষণা দিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
উল্লেখ্য গতকাল বাংলাদেশের সাথে আগামি ৩ বছরে প্রায় ১৫ লাখ শ্রমিক নেয়ার ব্যাপারে প্রাথমিক সমঝোতা স্বারক (MOU) স্বাক্ষর করে মালয়েশিয়া । বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীগণ এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে সফররত মালয়েশিয়ান দলটি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের চুক্তি করায় প্রধানমন্ত্রী মালয়েশিয়া সরকারকে ধন্যবাদও জানান।