News71.com
 Bangladesh
 29 Jun 25, 06:57 PM
 21           
 0
 29 Jun 25, 06:57 PM

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা॥আইন উপদেষ্টা  

নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা॥আইন উপদেষ্টা   

নিউজ ডেস্কঃ ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করার ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার (২৯ জুন) সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, মামলা বাণিজ্য ও ভুয়া মামলা ঠেকাতে প্রাথমিক তদন্তে যদি কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে প্রাথমিক পর্যায়েই তার নাম বাদ দেয়ার বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এক-দুদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। এছাড়া ভুয়া ও মিথ্যা মামলা এবং মামলা বাণিজ্য থেকে পরিত্রাণের জন্য সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হয়েছে। এ পর্যায়ে পুলিশ কমিশনার ও এসপি পদমর্যাদার কমকর্তার এখতিয়ারিধীন কোনো মামলায় যৌক্তিক মনে হলে তদন্ত অফিসারকে দিয়ে প্রাথমিক রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেয়ানো যাবে। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন মামলা যৌক্তিক নয় কিংবা ভুয়া মামলা, তাহলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে সে মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন