নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিযে চার ‘জলদস্যুকে’ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ, যাদের বিরুদ্ধে সমুদ্রে ট্রলার ডাকাতির মামলা রয়েছে। আজ শুক্রবার ভোররাতে ছনুয়া ইউনিয়নের মহাজন পাড়া ঘাট এলাকায় এ অভিযান চালানো হয় বলে বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান।
গ্রেপ্তাররা হলেন- বাঁশখালী উপজেলার খুতুকখালী ইউনিয়নের মো. রশিদ (৩০), মো. শুক্কুর (২৫) ও হেকাব মিয়া (২৪) এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার মো. শাহীন (২৫)। এদের মধ্যে হেকাব বাঁশখালীর জলদস্যু কারাবন্দি ‘বাইশ্যা ডাকাতের’ ছেলে বলে পুলিশ কর্মকর্তা স্বপন জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এদের গ্রেপ্তার করা হয়। এরা সমুদ্রে বিভিন্ন মাছ ধরার ট্রলার ডাকাতিতে জড়িত। তাদের বিরুদ্ধে ট্রলার ডাকাতির মামলাও আছে।
গত ১৪ জানুয়ারি হাতিয়া উপজেলায় সাগর থেকে একটি মাছধরা ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করে জলদস্যুরা। পরদিন বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায় সমুদ্র থেকে তাদের উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
পরে জেলেরা জানায় মুক্তিপণের টাকা আদায়ের জন্য হাতিয়া থেকে তাদের অপহরণ করা হয়েছিল। টাকা আদায় করে জলদস্যুরা বাঁশখালী উপজেলায় নিযে তাদের ছেড়ে দেয়। ওসি বলেন, “ওই ঘটনাতেও এই চারজন জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।”