News71.com
 Bangladesh
 30 Jun 25, 10:20 PM
 21           
 0
 30 Jun 25, 10:20 PM

ঢাকা ও ময়মনসিংহে বিভাগের সকল থানায় চালু হচ্ছে অনলাইন জিডি কার্যক্রম॥  

ঢাকা ও ময়মনসিংহে বিভাগের সকল থানায় চালু হচ্ছে অনলাইন জিডি কার্যক্রম॥   

নিউজ ডেস্কঃ ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সকল থানায় আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) থেকে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে সিলেট রেঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং চট্টগ্রাম রেঞ্জ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি সেবা চালু রয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।ইতোপূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। আগামীকাল থেকে ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সকল জেলার সকল থানায় (মোট ১৩৪টি থানা) অনলাইনে সকল ধরনের জিডি করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য রেঞ্জ ও মেট্রোতেও এ অনলাইন জিডি সেবা চালু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন