নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান দ্বারা পরিচালনা করার ইস্যুতে নৌ-পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন চৌধুরী বলেছেন, এ বিষয়ে এখনো নেগোসিয়েশন চলছে। আমার উপরেও এটা নিয়ে নেগোসিয়েশন চলছে। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? এমন প্রশ্নের জবাবে নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, আছে। এটা আপনারা সবাই জানেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত বলার সময় আসেনি।
জনবল ও তাদের দক্ষতা বাড়িয়ে নিজস্বভাবে এটাকে পরিচালনার কোনো উদ্যোগ নেবেন কিনা? বিষয়টি নিয়ে দীর্ঘদিন আন্দোলন হয়ে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন যদি হয় তাহলে কি সেটাতে আমি বাধা দিতে পারবো? যদি বাধা দিই তাহলে তো স্বৈরাচারীর ব্যাপার হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিকভাবে এটা অপারেট করার জন্য যদি বাইরের লোক আসতে চায় এবং বিনিয়োগ করতে চায় তাহলে কি এটা আমরা দিতে পারবো না? এতে কি বন্দর তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে? বন্দর কর্তৃপক্ষের কাছেই তো বন্দর থাকছে। এমন তো নয় যে বন্দর অথরিটিকে সরিয়ে দিয়ে বিদেশিদের বসানো হচ্ছে। এটা হলো অপারেশন। যেমন, এটা আজকে আমরা নেভিকে দিলাম। যদি নেভি না থাকে তাহলে আর্মিকে দিতে হবে।