News71.com
 Bangladesh
 03 Jul 25, 11:09 AM
 13           
 0
 03 Jul 25, 11:09 AM

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোয় ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট॥  

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোয় ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট॥   

নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের ধারায় এবার নতুন করে ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে ব্যবসায় আরও কার্যকরভাবে একীভূত করতে এবং সংগঠনকে আরও দক্ষ ও খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইটি মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীবলের প্রায় ৪ শতাংশকে প্রভাবিত করবে। খবর রয়টার্সের।

মাইক্রোসফটের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'বাজার ও প্রযুক্তিগত পরিবেশের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে আমাদের কোম্পানি ও বিভিন্ন টিমে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে, যাতে আমরা আগামী দিনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকতে পারি।' ২০২৪ সালের হিসাব অনুযায়ী, মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল প্রায় ২ লাখ ২৮ হাজার। সেখান থেকেই এই বড় পরিসরের ছাঁটাই কার্যকর হচ্ছে। এর আগে ২০২৫ সালের মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন