নিউজ ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঋণের ২৭০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও আলোচিত পিকে হালদারসহ ১৫ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, প্রতিটি মামলায় ১৩ জন করে আসামি। তিনটি মামলায় সাইফুল আলম ও আলোচিত পিকে হালদারসহ অধিকাংশকেই আসামি করা হয়েছে।প্রথম মামলায় নামসর্বস্ব প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা অ্যান্ড কোম্পানির নামে ৯৪ কোটি ৬৩ লাখ টাকা আত্মসাৎ ও ৩২ কোটি ৫০ লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
আরেক মামলার অভিযোগে বলা হয়েছে, মেসার্স এ এম ট্রেডিংয়ের নামে ১০৪ কোটি ২০ লাখ টাকা ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। পরে সেই টাকা কয়েক ধাপে স্থানান্তর হয়ে এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের অ্যাকাউন্টে চলে যায়। অপর মামলায় মেসার্স সাইফুল অ্যান্ড কোম্পানির নামে ৭১ কোটি ৫১ লাখ টাকার ঋণ অনুমোদন ও বিতরণ এবং পরে তা একই কায়দায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান, পরিচালক শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ইভিপি ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান রাশেদুল হক প্রমুখ।