News71.com
 Bangladesh
 05 Jul 25, 10:16 AM
 7           
 0
 05 Jul 25, 10:16 AM

জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় আটক তিনজন দেশে ফিরেছেন॥চলছে জিজ্ঞাসাবাদ  

জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় আটক তিনজন দেশে ফিরেছেন॥চলছে জিজ্ঞাসাবাদ   

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৬ জন বাংলাদেশির মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (৪ জুলাই) রাতে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ভবিষ্যতে যারা ফিরবেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশটির পুলিশপ্রধান খালিদ ইসমাইল জানান, বাংলাদেশি শ্রমিকদের একটি চক্র আইএস মতাদর্শ ছড়ানো ও তহবিল সংগ্রহে জড়িত ছিল। এই চক্রটি সিরিয়া ও বাংলাদেশে আইএসের জন্য অর্থ পাঠাতো।

এদিকে মালয়েশিয়ার পুলিশপ্রধানের বরাত দিয়ে রয়টার্স জানায়, আটককৃতদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ১৬ জন এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।রয়টার্সকে মালয়েশিয়া পুলিশের এই শীর্ষ কর্তা আরও জানিয়েছেন , “এই চক্রটি ১০০ থেকে ১৫০ জন বাংলাদেশিকে জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত করেছে বলে আমরা ধারণা করছি। যাঁদের সংশ্লিষ্টতা কম, তাঁদের ফেরত পাঠানো হবে। যাঁরা গভীরভাবে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন