নিউজ ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে অবৈধভাবে বসবাসকারী সন্দেহে দুই শতাধিক ‘বাংলাদেশিকে’ আটক করা হয়েছে। তাদের ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে সীমান্তবর্তী রাজ্যগুলোয় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে সীমান্ত পার করে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার (৫ জুলাই) সকালে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় আটক বাংলাদেশিদের ভাদোদারা বিমানঘাঁটিতে নিয়ে আসা হয়। সেখান থেকে এয়ারবাস এথ্রিটুওয়ান মডেলের একটি বিমান চড়িয়ে সীমান্তবর্তী রাজ্যগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে।