News71.com
 Bangladesh
 08 Jul 25, 11:25 PM
 28           
 0
 08 Jul 25, 11:25 PM

সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ওয়ান-টাইম প্লাস্টিক॥

সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ওয়ান-টাইম প্লাস্টিক॥

নিউজ ডেস্কঃ আগামী ২ অক্টোবর থেকে সচিবালয়ে ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিকের (ওয়ান-টাইম প্লাস্টিক) পণ্যসামগ্রীর ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট: আ ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এবং অধীনদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন