নিউজ ডেস্কঃ ফেনীতে গত দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৬টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত ১২ টা পর্যন্ত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪১ মিলিমিটার যা মৌসুমের সর্বোচ্চ। ভাঙন কবলিত স্থানগুলোর মধ্যে মুহুরী নদীতে ১১টি, সিলোনিয়া নদীতে চারটি ও কহুয়া নদীতে একটি রয়েছে। মোট ১৬টি স্থানে নদীর বাঁধ ভেঙেছে।
পরশুরাম উপজেলার মহুরী নদীর ভাঙনের স্থানগুলো হচ্ছে- চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা, শালধর, নোয়াপুর, জংগলঘোনা বিদ্যালয়ের পাশে, জংগলঘোনা কালামিয়া বাড়ির পাশে ও পশ্চিম অলকায় তিনটিসহ মোট আটটি স্থান। সিলোনিয়া নদীর মেলাঘর কবরস্থানের পাশে মির্জানগর ইউনিয়নের কালীকৃষ্ণনগর ও গদানগর দুটি স্থানসহ চারটি স্থানে বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে।ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া গ্রামে দুটি ও উত্তর শ্রীপুর নাপিতকোনা এলাকায় একটিসহ মোট তিনটি স্থানে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। এদিকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের সাতকুচিয়া এলাকায় কহুয়া নদীর একটি স্থানে বেড়িবাঁধ ভাঙনের সৃষ্টি হয়েছে। পরশুরামের চিথলিয়া এলাকার বাসিন্দা কবির আহম্মেদ বলেন, হঠাৎ করেই রাতে ভাঙন দেখা দেয় নদী বাঁধে। ঘর-বাড়িতে ঢুকতে শুরু করে পানি। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবারও হতে হলো।