News71.com
 Bangladesh
 09 Jul 25, 07:49 PM
 35           
 0
 09 Jul 25, 07:49 PM

১ লাখ শিক্ষক নিয়োগ॥পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিশেষ নির্দেশনা  

১ লাখ শিক্ষক নিয়োগ॥পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিশেষ নির্দেশনা   

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন চলছে। আবেদন চলার মধ্যেই পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা এনটিআরসিএ সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদফতরে পাঠাবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন