News71.com
 Bangladesh
 14 Jul 25, 09:06 AM
 7           
 0
 14 Jul 25, 09:06 AM

আমদানি-রপ্তানি লেনদেনে আন্তর্জাতিক নিয়ম মানার নির্দেশ॥  

আমদানি-রপ্তানি লেনদেনে আন্তর্জাতিক নিয়ম মানার নির্দেশ॥   

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাণিজ্যে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বিক্রয়চুক্তিভিত্তিক লেনদেনে আন্তর্জাতিক নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিতে এখন থেকে ইউনিফরম রুলস ফর কালেকশন (ইউআরসি) মানা বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল রবিবার জারি করা বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, অগ্রিম পরিশোধ, ডকুমেন্টারি কালেকশন এবং ওপেন অ্যাকাউন্ট-এই তিন অনুমোদিত পদ্ধতিতে বৈদেশিক বাণিজ্য করা যাবে। তবে প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান আমদানি ও রপ্তানি নীতিমালা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার বিধান কঠোরভাবে মানতে হবে।

এখন পর্যন্ত দেশের ব্যাংকগুলো আমদানি-রপ্তানির এলসি (লেটার অব ক্রেডিট) ভিত্তিক লেনদেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইউনিফরম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস (ইউসিপি) অনুসরণ করত। তবে এলসি ছাড়াও এখন বিকল্প পদ্ধতিতে, বিশেষত বিক্রয়চুক্তির ভিত্তিতে বাণিজ্যিক লেনদেন বেড়েছে। বাংলাদেশ ব্যাংক চায়, এসব লেনদেনও যেন আন্তর্জাতিক বাণিজ্য রীতিনীতি অনুসরণ করে হয়। বিশেষ করে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি, যেখানে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে পণ্য সম্পর্কিত কাগজপত্র পাঠায় এবং নির্ধারিত শর্তে অর্থ পরিশোধ বা প্রতিশ্রুতির বিনিময়ে সেসব কাগজ হস্তান্তর করে, সেখানে ব্যাংক কেবল কাগজের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, আর্থিক নিশ্চয়তা দেয় না। এই পুরো প্রক্রিয়াটিই ইউআরসির আওতায় পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন