News71.com
 Bangladesh
 21 Aug 25, 07:58 PM
 1           
 0
 21 Aug 25, 07:58 PM

২১ আগস্ট গ্রেনেড হামলা॥তারেক রহমান-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর  

২১ আগস্ট গ্রেনেড হামলা॥তারেক রহমান-বাবরদের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর   

নিউজ ডেস্কঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর রায়ের জন্য আগামী ৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পঞ্চম দিনের মতো শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষ বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বহাল রাখার আবেদন জানায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখার আবেদন করেন।গত ১৭ জুলাই পেপারবুক থেকে রাষ্ট্রপক্ষের উপস্থাপনার মধ্য দিয়ে শুনানি শুরু হয়। এরপর ৩১ জুলাই, ১৯ আগস্ট ও ২০ আগস্ট শুনানি হয়। আজ পঞ্চম দিনের শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার পর্যায়ে আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন